মহেশখালীতে এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী
প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৩, ১১:৩০ অপরাহ্ন | সারাদেশ

নুরুল করিম (মহেশখালী) :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় মোট ১ হাজার ৫শ ৭৪ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের ন্যায় আগামী রবিবার (২৭ শে আগষ্ট) শুরু হচ্ছে এইচএসসি ও আলিম পরীক্ষা। এবছরও পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে থাকবে কঠুর নিরাপত্তা।
মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে, এবছর মহেশখালী উপজেলায় পরীক্ষা কেন্দ্র ৩টি, ভেন্যু হচ্ছে ৪টি, এইচএসসি ২টি, আলিম ১টি, কারিগরী শিক্ষা ১টি। কেন্দ্রের মধ্যে মহেশখালী কলেজ ৫১৩ জন, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ ৬৫৪ জন ও আলমগীর ফরিদ টেকনিকেল এন্ড বি.এম. কলেজ থেকে ১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে। এছাড়া আলিম পরীক্ষায় পুটিবিলা ফাজিল মাদ্রাসায় ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।
এতে হোয়ানক কলেজ থেকে ১৪৮ জন, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজ থেকে ৩৬৫ জন ও মহেশখালী কলেজ থেকে ৬৫৪ জন ও আলমগীর ফরিদ টেকনিকেল এন্ড বি.এম. কলেজ থেকে ১৯১ জন এবং আলিম পরীক্ষায় শাপলাপুর আলিম মাদ্রাসা, মাতারবাড়ী আলিম মাদ্রাসা, ধলঘাটা আলিম মাদ্রাসা, কালারমারছড়া মঈনুল ইসলাম আলিম মাদ্রাসা, পুটিবিলা ইসলামি ফাজিল মাদ্রাসা'সহ মোট ৫টি মাদ্রাসা থেকে ২১৬ জন ছাত্র/ছাত্রী শিক্ষার্থী অংশগ্রহন করবেন।
মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল করিম বলেন, এ বছর এইচএসসি ও আলিম পরীক্ষা নকলমুক্ত, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের ২শ গজের মধ্যে জনসাধারন প্রবেশে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সকল ফটোষ্ট্যাট মেশিন ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।